ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাধবপুরে পুকুরে মিলল গ্রেনেড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
মাধবপুরে পুকুরে মিলল গ্রেনেড পুকুরে পাওয়া গ্রেনেডটি

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুরোনো একটি গ্রেনেড কুড়িয়ে পেয়েছে পুকুরে গোসল করতে যাওয়া এক তরুণ।  

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান শনিবার (১৯ আগস্ট) রাতে এতথ্য নিশ্চিত করেন।

 

ওসি রকিবুল বলেন, শনিবার বিকেলে আনন্দপুর গ্রামের একটি মাঠে ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নামেন এক যুবক। এ সময় তার পায়ের নিচে কিছু একটা বাধলে ডুব দিয়ে সেটি তুলে ডাঙায় ওঠেন। বস্তুটি গ্রেনেড বুঝতে পেরে পুলিশে খবর দেওয়া হয়। পরে বস্তুটি পুলিশ হেফাজতে আনা হয়েছে।  

তিনি জানান, কুড়িয়ে পাওয়া গ্রেনেডটি পরিত্যক্ত, না কি তাজা তা এখনও বলা যাচ্ছে না। এজন্য ঢাকা থেকে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট মাধবপুরের উদ্দেশে রওনা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।