ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ইয়াবাসহ কারারক্ষী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
রাজবাড়ীতে ইয়াবাসহ কারারক্ষী আটক

রাজবাড়ী: রাজবাড়ীতে ৫৫টি ইয়াবা ট্যাবলেটসহ এক কারারক্ষীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কালুখালী উপজেলার কুষ্টিয়াডাঙ্গী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, রাজবাড়ী জেলা কারাগারে কর্মরত কারারক্ষী ও গোপালগঞ্জের কাশিয়ানি থানার খাগড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. মহিউদ্দিন মোল্লা (৩৮) ও কালুখালীর মাজবাড়ি গ্রামের মো. খালেক শেখের ছেলে আলহাজ শেখ।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রোববার সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়াডাঙ্গী গ্রামের মন্টু বয়াতির বসতবাড়ির সামনের রাস্তার ওপর অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় আলহাজ শেখকে ৩৫টি ইয়াবা ট্যাবলেট এবং কারারক্ষী মো. মহিউদ্দিন মোল্লাকে ২০টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ ব্যাপারে কালুখালী থানায় মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।