ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৩
ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

ঢাকা: রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ছাত্রীর বাবা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ পাওয়ার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ওই শিক্ষককে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী।

ওই ছাত্রীর বাবা লিখিত অভিযোগে উল্লেখ করেন, তার মেয়েকে প্রাইভেট পড়াতেন শিক্ষক আবু সুফিয়ান। তিনি প্রায় সময়ে অশালীন মেসেজ পাঠাতেন। যা সম্মানহানির।

এর আগে গত ৩১ আগস্ট ওই ছাত্রীর বাবা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি ও ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী জানান, তদন্ত কাজ চলছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় নিন্দা জানিয়ে অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু ওই শিক্ষকের শাস্তি দাবি করেছেন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৩
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।