ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে গাঁজা-ফেনসিডিলসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
সোনারগাঁয়ে গাঁজা-ফেনসিডিলসহ আটক ২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান পরিচালনা করে ২৫ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

বুধবার (১৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর এএসপি মো. মোশারফ হোসেন।

এর আগে সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান পরিচালনার সময় তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রামের শিবপুরের সেলিম মিয়ার ছেলে কামাল হোসেন (৩০) ও সদর দক্ষিণের রামচন্দ্রপুরের আলী আক্কাসের ছেলে মান্নান মিয়া (২৩)।

আটকদের নামে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানায় র‍্যাব।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।