ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

মৌলভীবাজার: শ্রীমঙ্গলে ১২ বোতল ভারতীয় মদসহ স্বপন ইসলাম সেলিম (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ৯ নম্বর সাতগাঁও ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সেলিম উপজেলার হুগলিয়া ছিমাইল গ্রামের মো. মুসলিম মিয়ার ছেলে।

শ্রীমঙ্গল থানা সূত্র জানায়, শনিবার দুপুরে শ্রীমঙ্গল থানাধীন ৯ নম্বর সাতগাঁও ইউপির আমরাইলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণে গুটিবাড়ি পয়েন্টে পাকা রাস্তার পশ্চিম পাশে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ১২ বোতল ভারতীয় মদসহ সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।  

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মো. কামরুল হোসাইন এবং পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সর্দার বলেন, আসামিকে পুলিশ প্রহরায় শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
বিবিবি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।