ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ২ দিনব্যাপী শিক্ষা উপকরণ ও বিজ্ঞান মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
রাজবাড়ীতে ২ দিনব্যাপী শিক্ষা উপকরণ ও বিজ্ঞান মেলা শুরু

রাজবাড়ী: রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী শিক্ষা উপকরণ ও বিজ্ঞান মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।

বিদ্যালয় মিলনায়তনে কার্যনির্বাহী পরিষদের সভাপতি মহম্মদ আলি চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহাগ হোসেন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, সহকারী জেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার চৌধুরী, বিদ্যালয়ের কার্যকরী পরিষদ সদস্য মো. সিরাজুল ইসলাম।  

স্বাগত বক্তব্য দেন, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন। দুই দিনব্যাপী এই শিক্ষা উপকরণ ও বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের উদ্যোগে ৪০টি স্টলে বিভিন্ন বিজ্ঞান বিষয়ক আবিষ্কার প্রদর্শিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।