ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আজও ফিরতে পারেনি সেন্ট মার্টিনে আটকে পড়া তিন শতাধিক পর্যটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৩
আজও ফিরতে পারেনি সেন্ট মার্টিনে আটকে পড়া তিন শতাধিক পর্যটক ফাইল ছবি

কক্সবাজার: লঘুচাপের প্রভাবে সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। গত বৃহস্পতিবার ও শুক্রবার সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন তিন শতাধিক পর্যটক।

রোববার (০১ অক্টোবর) দুপুর পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর সতর্কতা সংকেত জারি রাখায় টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ আছে। ফলে আজও ফিরতে পারেনি আটকে পড়া পর্যটকরা।

এ তথ্যটি নিশ্চিত করেছেন সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সেলিম হোসেন।

বিআইডব্লিউটিএর (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ) টেকনাফ ট্রাফিক সুপারভাইজার মো. জহির উদ্দিন ভূঁইয়া বলেন, সতর্কতা সংকেত থাকায় রোববার দ্বিতীয় দিনের মতোও জাহাজ, সার্ভিস ট্রলারসহ সব নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার সতর্কতা সংকেত কেটে গেলে পুনরায় জাহাজ ও ট্রলার চলাচল শুরু হবে।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, হঠাৎ করে বৈরি আবহাওয়ার কারণে দ্বীপে বেড়াতে আসা পর্যটক ও পারিবারিক কাজে টেকনাফে যাওয়া লোকজন আটকে পড়েছেন।

তিনি আরও বলেন, আটকে পড়া এসব পর্যটক সেন্ট মার্টিনের বিভিন্ন সমুদ্রসৈকত, জেটিঘাট, বাজার, ছেঁড়াদিয়া, গলাচিপা, পশ্চিম সৈকতের হুমায়ূন আহমেদের সমুদ্রবিলাসে সময় কাটাচ্ছেন। আর টেকনাফে আটকে পড়া সেন্ট মার্টিনের বাসিন্দারা বিভিন্ন হোটেলে অবস্থান করছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে সাগরের সৃষ্ট লঘুচাপের কারণে রোববার দুপুর পর্যন্ত বৈরি আবহাওয়া বিরাজ করছে। সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে সব ধরনের নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই দুর্ঘটনা এড়াতে যাবতীয় চলাচল বন্ধ রয়েছে।

তিনি বলেন, সেন্ট মার্টিনে আটকে পড়া পর্যটকদের যাতে কোনো অসুবিধা না হয়, সে ব্যবস্থা নিতে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। সংকেত কেটে গেলে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৩
এসবি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।