ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাড্ডায় ফেনসিডিলসহ ২ মাদক কারবারি আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
বাড্ডায় ফেনসিডিলসহ ২ মাদক কারবারি আটক  উদ্ধার হওয়া ফেনসিডিলের বোতল

ঢাকা: রাজধানীতে ১০০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) মতিঝিল বিভাগ।

আটকরা হলেন-মো. রুবেল ও মো. স্বপন।

রোববার (১ অক্টোবর) সন্ধ্যায় বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি পুলিশ মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার উত্তর বাড্ডা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ আসামিদের আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরও জানান, আসামিরা রাজধানীর বিভিন্ন এলাকায় ফেনসিডিল বিক্রি করতো বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।