ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উত্তরায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৪ ইউনিট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৩
উত্তরায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৪ ইউনিট

ঢাকা: রাজধানীর উত্তরা ৭ নস্বর সেক্টরের সাইদ গ্রান্ড সেন্টারে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসে ২৪ টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

 

মঙ্গলবার (১১ অক্টোবর) দিনগত রাত ১ টা ১৮ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার পরিদর্শক রাফিয়াল ফারুক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন৷ 

তিনি জানান,সাইদ গ্রান্ড সেন্টারের ১, ২ ও ৩ তলায় আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালাচ্ছে। ইউনিট আরও বাড়তে পারে৷ 
প্রাথমিকভাবে কী কারণে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।  

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ফায়ার ফাইটার আনিসুর রহমানও ২৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান।

 

বাংলাদেশ সময়ঃ ০৩১৯ ঘণ্টা অক্টোবর ১১, ২০২৩
এজেডএস/এসজেএ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।