ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কদমতলীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কিশোর আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
কদমতলীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কিশোর আহত

ঢাকা: রাজধানীর কদমতলীর রায়েরবাগ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাসেল (১৭) নামে এক কিশোর আহত হয়েছে।  

শনিবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে রায়েরবাগ হাবিব নগর আবাসিক এলাকার মেইন সড়কে এ ঘটনা ঘটে।

রাসেল কদমতলী হাবিব নগর আবাসিক এলাকায় অবস্থিত মোনা এন্টারপ্রাইজ নামে একটি কাঠের ভুসি কারখানার কর্মচারী ছিল।

কারখানার মালিক মোফাজ্জল হোসেন জানান, ওই এলাকায় পাশাপাশি তার দুটি কারখানা রয়েছে। রাসেল রাতে একটি কারখানা থেকে অপর কারখানায় যাওয়ার সময় সড়কে দুই ছিনতাইকারী তার গতিরোধ করে। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা মোবাইল ফোনটি তারা নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা বলেছেন, তার অবস্থা গুরুতর।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা জানান, হাবিবনগর আবাসিক এলাকায় এক কিশোর ছুরিকাঘাতে আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিস্তারিত জানার জন্য পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।