ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে আহত ১৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
সিলেটে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে আহত ১৫

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমায় লালবাজারে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এসময় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার ও রশিদপুরের মধ্যবর্তী ৭ মাইল নামক স্থানে এ ঘটনা ঘটে।

তবে আহতদের মধ্যে বাসচালকের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানায় পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সিলেট থেকে সুনামগঞ্জের জগন্নাথপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হন।

সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুদ্দোহা পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার ভয়াবহতা দেখে যে কেউ মনে করবে অনেকে হতাহত হয়েছেন। এঘটনার পর সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
এনইউ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।