ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুগদায় বিএনপির এক নেতার নির্দেশে বাসে আগুন: পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
মুগদায় বিএনপির এক নেতার নির্দেশে বাসে আগুন: পুলিশ মুগদায় পুুড়ে যাওয়া বাস, গ্রেপ্তার অভিযুক্ত আলামিন

ঢাকা: রাজধানীর মুগদা হাসপাতালের সামনে যাত্রী বেশে মিডলাইট পরিবহনের একটি বাসে আগুন দেওয়া যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

তার নাম আলামিন।

তার বাবার নাম মনিরুজ্জামান। সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করেন আলামিন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন  স্বীকার করেন, তিনিসহ দুজন সেই বাসে যাত্রী বেশে উঠেছিলেন। এক বিএনপি নেতার নির্দেশক্রমে বাসে আগুন ধরিয়ে দেন তিনি।

আজ (বুধবার) দুপুর পৌনে একটা দিকে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বাংলানিউজকে এই তথ্য জানান।

তিনি জানান, বাসে আগুন দেওয়া গ্রেপ্তার যুবকের নাম আলামিন। তার বাবার নাম মনিরুজ্জামান। প্রাথমিকভাবে সে পুলিশের কাছে স্বীকার করেছে বিএনপি এক নেতার নির্দেশক্রমে যাত্রীবেশে সে বাসে উঠে পেট্রোল ঢেলে গাড়িতে আগুন দেয়। তার অপরসঙ্গী ঘটনার পর পর পালিয়ে যায়। বিস্তারিত আরো তদন্ত করে দেখা হচ্ছে পালিয়ে যাওয়া মিজান নামে অপর এক যুবককে খোঁজা হচ্ছে।

বুধবার (০১ নভেম্বর) বেলা ১১টার দিকে মুগদা হাসপাতালের সামনে  মিডলাইন পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভালেও বাসটি পুরোপুরি পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেটর জয়নাল এ তথ্য দেন।  

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা বাসের যাত্রীবেশে ছিলেন। বাসটি এসে হঠাৎ সড়কের ওপর ব্রেক করলে বাস থেকে কয়েকজন যাত্রী বের হয়ে বাসটি ভাঙচুর শুরু করেন। এর মধ্যে ভেতরে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

আরও পড়ুন >> মুগদায় যাত্রীবেশে বাসে উঠে আগুন

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।