ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বড়দিনের কেক কাটলেন সাকিব 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
বড়দিনের কেক কাটলেন সাকিব 

মাগুরা: মাগুরা ব্যাপ্টিস্ট চার্চে সোমবার (২৫ ডিসেম্বর) সকালে বড়দিনের অনুষ্ঠানে যোগ দেন সাকিব আল হাসান।

সকাল ১০টায় শহরের দোয়ারপাড়াস্থ চার্চে উপস্থিত হয়ে প্রার্থনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।

এসময় তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানান।  

তিনি বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আমি আওয়ামী লীগের প্রার্থী হয়েছি। আশা করছি আপনারা আগামী নির্বাচনে নৌকায় ভোট দেবেন।

অনুষ্ঠান পরিচালনা করেন পালক সিমশন মুন্সি। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক বিপ্লব কুমার আইচ।

বক্তব্য শেষে সাকিব আল হাসান শিশুদের সঙ্গে নিয়ে বড়দিনের কেক কাটেন।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।