ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ওষুধ কিনতে গিয়ে মাইক্রোর ধাক্কায় লাশ হলেন বৃদ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
ওষুধ কিনতে গিয়ে মাইক্রোর ধাক্কায় লাশ হলেন বৃদ্ধ

রাজশাহী: রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় রমজান আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ওষুধ কিনতে গিয়ে  সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

 

নিহত রমজান উপজেলার কাটাখালী পৌরসভার পূর্ব কাপাসিয়া এলাকার মৃত লোকমান আলীর ছেলে।  

রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাটাখালী পৌরসভার রাজশাহী-ঢাকা মহাসড়কের কাপাসিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রমজান আলী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তিনি ওষুধ কিনতে গিয়েছিলেন। কিন্তু সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। তার হাতে ওষুধও পাওয়া গেছে।

ওসি আরও জানান, এ দুর্ঘটনার পর সেখান থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান, এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
এসএস/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।