ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাতীয় হৃদরোগ হাসপাতালে কারাবন্দির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
জাতীয় হৃদরোগ হাসপাতালে কারাবন্দির মৃত্যু

ঢাকা: জাতীয় হৃদরোগ হাসপাতালে জাকির হোসেন রাব্বি (৪৩) এক কারাবন্দি মারা গেছেন। তিনি কারাগারে বিচারাধীন মামলার হাজতি হিসেবে ছিলেন।

শনিবার (২০ জানুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।

কারাবন্দি জাকির হোসেন (হাজতি নং-৬৩৩৬৬/২৩) রাব্বিকে সব নিয়ম অনুযায়ী চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ১৮ জানুয়ারি জাতীয় হৃদরোগ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৫টার দিকে জাকির হোসেন রাব্বি মারা যান। তার নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা ছিল।
লালমনিরহাট আদিমারী উপজেলার দুর্গাপুর গ্রামের পনির হোসেনের সন্তান ছিলেন কারাবন্দি জাকির।

জেল কর্মকর্তা আরও জানান, বন্দি রাব্বিকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে গত ৩১ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।