ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মহালছড়িতে ইউপিডিএফের ২ জনকে গুলি করে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
মহালছড়িতে ইউপিডিএফের ২ জনকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ইউপিডিএফের দুই সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।  

নিহতদের মধ্যে রবি কুমার চাকমার (৪৫) নাম জানা গেছে।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মহালছড়ির দূরছড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।  

পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে যাচ্ছে।  

ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা বলেন, ঘটনার সময় আমাদের তিনজন ছিলেন। দুজনকে হত্যা করা হয়েছে। অপরজন এখনো নিখোঁজ। ঘটনার জন্য প্রতিপক্ষ সংস্কারপন্থীদের দায়ী করেছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘন্টা, জানুয়ারি ২৪, ২০২৪
এডি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।