ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডাসারে সড়কের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৪
ডাসারে সড়কের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

মাদারীপুর: মাদারীপুর জেলার ডাসারে সড়কের জায়গা দখল করে দেয়াল তুলে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে।

খোঁজ নিয়ে জানা গেছে, ডাসার উপজেলার পূর্ব কমলাপুর সড়কের দুই পাশের সরকারি জায়গা দখল করে অবৈধভাবে উঁচু দেয়াল ও স্থাপনা গড়ে তোলার অভিযোগ উঠেছে সৈয়দ আবেদ আলী নামে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে।

সড়কের জায়গা দখল করে তড়িঘড়ি করে অবৈধ স্থাপনা গড়ে তুলছেন বলে অভিযোগ স্থানীয়দের।  

স্থানীয়রা অভিযোগ করে বলেন, ‘সৈয়দ আবেদ আলী এলাকায় প্রভাব খাটিয়ে অবৈধভাবে সড়কের জায়গা দখল করে স্থাপনা গড়ে তুলছেন। যা পুরোপুরি অন্যায়। সড়ক বিভাগের কাছে অবৈধ স্থাপনা ও দেয়াল গুঁড়িয়ে দিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তারা।  

স্থানীয়রা বিষয়টি বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ডাসার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুজ্জামান হিমুকে জানালে তিনি সরেজমিন গিয়ে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দেন। তবে এরপরও শুক্রবার সারাদিন স্থাপনার নির্মাণ কাজ অব্যাহত ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুজ্জামান হিমু বলেন, 'সড়কের জমিতে স্থাপনা নির্মাণ করার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। '

সড়কের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার ব্যাপারে জানতে চাইলে সৈয়দ আবেদ আলী দাবি করেন, 'অনুমতি নিয়েই সড়ক ও জনপদের ৬০ ফিট জায়গা নেওয়া হয়েছে। '

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ আফরোজ বলেন, 'সড়কের জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। '

মাদারীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান জানান, 'বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।