ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে টিকিট কালোবাজারির সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
দিনাজপুরে টিকিট কালোবাজারির সদস্য আটক

দিনাজপুর: দিনাজপুরে বিভিন্ন রুটের ট্রেনের সাতটি টিকিটসহ জীবন (২৩) নামে টিকিট কালোবাজারি চক্রের এক সদস্যকে আটক করেছে দিনাজপুর রেলওয়ে থানা পুলিশ।  

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে দিনাজপুর রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রির সময় তাকে আটক করা হয়।

 

এসময় তার কাছ থেকে বিভিন্ন রুটের সাতটি টিকিট, টিকিট বিক্রির দুই হাজার ৮০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক জীবন দিনাজপুর শহরের মিশন রোড এলাকার বাসিন্দা গোলাম জেলানীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জহির রায়হান জানান, সোমবার রাতে প্রকাশ্যে বেশি দামে টিকিট বিক্রি করছিলেন জীবন। খবর পেয়ে দিনাজপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে জীবনকে আটক করে।

এসময় একতা এক্সপ্রেস ট্রেনের ১২ ফেব্রুয়ারির দিনাজপুর থেকে ঢাকার দুটি, পার্বতীপুর থেকে ঢাকা রুটের দুটি এবং পর্যটন এক্সপ্রেস ট্রেনের কক্সবাজার থেকে ঢাকা রুটের তিনটিসহ মোট সাতটি টিকিট জব্দ করা হয়।  

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।