ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহ রেলস্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যাত্রী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৪
ময়মনসিংহ রেলস্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যাত্রী নিহত 

ময়মনসিংহ: ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গোপাল পাল (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। তিনি মোহনগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিলেন।

 

বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ রেলস্টেশনের ৫ নম্বর প্লাটফর্মে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোপাল পাল নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পালপাড়ার বাসিন্দা। গাজীপুরে একটি কারখানার শ্রমিক তিনি।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর জানান, ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৬টায় ময়মনসিংহ জংশনে আসে। এসময় যাত্রী গোপাল পাল ট্রেন থেকে স্টেশনের ৫ নম্বর প্লাটফর্মে প্রস্রাব করতে নামলে ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে উপস্থিত লোকজন গোপালকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন‍্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতকদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।  

বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।