ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন বৃদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন বৃদ্ধা

রাজশাহী: রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মহানগরের কাশিয়াডাঙ্গা থানা সংলগ্ন রায়পাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রেনে কাটা পড়ে নিহত ওই বৃদ্ধার নাম জাহানারা বেগম (৭০)।  তিনি মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঠালবাড়িয়া এলাকার ছইমুদ্দীনের স্ত্রী।

রাজশাহী রেলওয়ে গভর্নমেন্ট পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার জানান, আজ সকালে জাহানারা বেগম রায়পাড়া রেলগেট পার হচ্ছিলেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ঢাকা মেইল ট্রেন আসছিল। তবে ট্রেনের হর্ন শুনতে না পেরে তিনি পারাপারের সময় কাটা পড়েন।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।