ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে পাটভর্তি ট্রাকে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০১, মার্চ ৫, ২০২৪
ফরিদপুরে পাটভর্তি ট্রাকে আগুন

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় পাটভর্তি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (০৫ মার্চ) বিকেলে উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্বসদরদী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

 

খবর পেয়ে স্থানীয়রা ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পাট ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী নান্নু মিয়া জানান, তার নিজের গুদাম থেকে ট্রাকে ৩০০ মণ পাট ভর্তি করা হয়েছিল। পাট ভর্তি ট্রাকটি প্লাস্টিকের ত্রিপল দিয়ে ঢাকার সময় হঠাৎ ট্রাকে আগুন দেখতে পাই। তবে ধারণা করা হচ্ছে কোনো শ্রমিক সিগারেট খেয়েছে। সেই আগুন থেকে সূত্রপাত হয়ে থাকতে পারে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. আবু জাফর জানান, পাটের ট্রাকে আগুনের সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে, অধিকাংশ পাট পুড়ে নষ্ট হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে এ আগুনের সূত্রপাত।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।