ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গফরগাঁওয়ে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, মার্চ ৮, ২০২৪
গফরগাঁওয়ে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা প্রতীকী ছবি

ময়মনসিংহ: জেলার গফরগাঁও উপজেলায় মো, নয়ন (২৯) নামে এক হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার সালটিয়া ইউনিয়নের ভালুকা-গফরগাঁও সড়কের হাটুরিয়া নামক স্থানে এই ঘটনা ঘটে।

  

নিহত নয়ন উপজেলার রাওনা ইউনিয়নের নামা ধোপাঘাট এলাকার মৃত শহর আলী মেম্বারের ছেলে।  

হত্যাসহ নয়ন একাধিক মামলার আসামি বলে জানিয়েছে গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুন্না।

তিনি বলেন, কে বা কারা হামলা চালিয়েছে নয়নকে হত্যা করেছ তা এখনো জানা যায়নি। এ ঘটনায় ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

পুলিশ ও স্থানীয়া জানায়, বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা নয়নকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে মারা যায় নয়ন।   

স্থানীয় বাসিন্দারা জানায়, নয়ন এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াত।  ২০২০ সালে সংঘটিত হওয়া রাওনা এলাকার হুমায়ুন কবীর হত্যা মামলার আসামি তিনি। গত কয়েক মাস আগে তিনি জামিনে ছাড়া পেয়ে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়ান।  

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মার্চ ৮, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।