ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে দগ্ধদের একজন মারা গেছেন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
গাজীপুরে দগ্ধদের একজন মারা গেছেন

ঢাকা: গাজীপুরের কালিয়াকৈরে গ্যাসের আগুনে দগ্ধদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম সোলায়মান মোল্লা (৪৫)।

শুক্রবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. হোসাইন ইমাম ইমু।

ডা. ইমু জানান, গাজীপুরের ঘটনায় সোলায়মান মোল্লা নামে এক ব্যক্তি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

সোলায়মানের ছেলে আকাশ মোল্লা বলেন, তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার হাটবায়রা গ্রামে। গাজীপুরে ভাড়া থাকেন তারা। তার বাবা পেশায় ভাঙারি ব্যবসায়ী ছিলেন। ঘটনার সময় বাইরে রাস্তায় ছিলেন তিনি।

আগুনে দগ্ধ হয়েছেন সোলায়মানের ছোট ভাইয়ের স্ত্রী শিল্পী আক্তার (৪০) ও তার দুই সন্তান নিলয় (৩) ও নীরব (৭)।  

১৩ মার্চ কালিয়াকৈর উপজেলার তেলিরচালায় টপস্টার কারখানার পাশে রান্নার গ্যাস বিস্ফোরণে ৩০ জনেরও বেশি মানুষ দগ্ধ হন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
আরএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।