ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় তিন গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
ভাঙ্গায় তিন গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

ফরিদপুর: ফরিদপুরে ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে তিন গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নে মনসুরাবাদ বাজারে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষে বাজারের কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।  

সংঘর্ষে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে উপজেলার মনসুরাবাদ গ্রামের স্কুলছাত্র সাজ্জাদ হোসেনের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে পার্শ্ববর্তী খাপুরা গ্রামের বাইজিদের কথা-কাটাকাটি হয়। তখন বিষয়টি এলাকার মাতব্বররা মীমাংসা করে দেন। বৃহস্পতিবার সন্ধ্যার আগে সাজ্জাদ হোসেন খাপুরা গ্রাম এলাকায় গেলে বাইজিদের লোকজন তার ওপর হামলা করে। এ ঘটনা ছড়িয়ে পড়লে মনসুরাবাদ, খাপুরা ও সিঙ্গারডাক গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সেসময় ঢাকা-খুলনা মহাসড়ক আধা ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়। সংঘর্ষ চলাকালে মুনসুরাবাদ বাজারের কয়েকটি দোকান ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটে।  

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, উপজেলার মনসুরাবাদ, খাপুরা ও সিঙ্গারডাক গ্রামবাসী আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইফতারির আগ মুহূর্তে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।