ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

‘সরকারে থাকা দো-ধারী তলোয়ারে দাঁড়িয়ে থাকার মতো হয়ে গেছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০০, মে ১১, ২০২৫
‘সরকারে থাকা দো-ধারী তলোয়ারে দাঁড়িয়ে থাকার মতো হয়ে গেছে’

ঢাকা: সরকারে থাকা দো-ধারী তলোয়ারে দাঁড়িয়ে থাকার মতো হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (১১ মে) রাতে নিজের ফেসবুকে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার পোস্টে লিখেছেন, ‘স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন এর চেয়ে কঠিন সত্য আর নেই। লড়াই যেন থামছেই না। রাজপথের লড়াইটা সামষ্টিক, জুলাইয়ের যোদ্ধাদের মিলন স্থলে পরিণত হওয়ায় একধরণের ভালো লাগার জায়গাও তৈরি করে। মাঝে মাঝে মনে হয় ছেড়ে দিয়ে চলে যাই রাজপথে। সেটাই আমার জায়গা, যা করতে অভ্যস্ত এবং স্বাচ্ছন্দ্য বোধ করি। ছেড়ে দেওয়ার চিন্তা মাথায় আসলেও থেকে যেতে হয় গণ-অভ্যুত্থানের পাহারাদার হওয়ার জন্য। জুলাইয়ের ছাত্র-জনতার আওয়াজটা পৌঁছে দেওয়ার জন্য। আমাদের এই লড়াইটা হয়তো দেখা যায় না, শোনা যায় না। ’

তিনি বলেছেন, ‘সরকারে থাকাটা দো-ধারী তলোয়ারের ওপর দাড়িয়ে থাকার মতো হয়ে গেছে। সরকার কোনো ভুল করলে, সেটা আমাদের এখতিয়ার ভুক্ত না হলেও জনতার কাঠগড়ায় আমাদের দুজনকে দাঁড় করানো হয়। আবার ছাত্র-জনতা মাঠে নামলে রাষ্ট্রের ক্ষমতার ভরকেন্দ্রগুলো আমাদেরকে সন্দেহের চোখে দেখে, টার্গেট করে। স্ট্যাবলিশমেন্ট মনে করে এটা আমরা করাচ্ছি। এছাড়াও ক্ষমতার বিভিন্ন ভরকেন্দ্রের সাথে জুলাই প্রশ্নে আপস না করতে পারায় তাদের চক্ষুশূলে পরিণত হওয়াটা বোনাস। ’

তিনি আরও লিখেছেন, ‘রাষ্ট্র অনেক বড় এবং জটিল জায়গা। এখানে কোনো কিছু বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। তবে স্বস্তির বিষয় হলো এই উপদেষ্টা পরিষদ অনেক বাঁধা আসলেও দিন শেষে ছাত্র-জনতার পক্ষে অবস্থান নিচ্ছে, জন রায়ের বাস্তবায়ন করতে পারছে। যতদিন পারবে, জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে থাকবে, গণ-অভ্যুত্থানের ভয়েসের যথাযথ গুরুত্ব এই উপদেষ্টা পরিষদ দেবে ততদিনই আছি। গণ-অভ্যুত্থানের শহীদদের পক্ষ থেকে সরে গেলে আমার আর এখানে কাজ নেই। ’

আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার প্রক্রিয়ায় জুলাই জনতার আরেকটি বিজয় হলো উল্লেখ করে তিনি আরও বলেছেন, ‘স্ট্যাবলিশমেন্টের মধ্যে যারা আওয়ামী সিমপ্যাথাইজার আছেন সতর্ক হয়ে যান। একটু অসতর্কতা পরেরবার আপনাদের পতনের কারণ হতে পারে। জুলাইকে মেনে না নিয়ে বাংলাদেশে শান্তিতে থাকার সুযোগ নেই। ’

শেষে একটি নোটে তিনি লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় কিছু ফটোকার্ড দেখলাম যেখানে মাহফুজ ভাই আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছেন এমন। এমন মিথ্যাচার বন্ধ করুন। আপনার সাথে কারো চিন্তাগত পার্থক্য থাকতেই পারে, সেটাকে নোংরা মিথ্যাচারের মাধ্যমে প্রকাশ করা উচিৎ না। মাহফুজ ভাই প্রথম থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করা এবং এর সর্বোৎকৃষ্ট পন্থা কি হতে পারে তা নিয়ে আর্গুমেন্ট করেছেন। (ডিটেইলসে গেলে গোপনীয়তার শপথ ভঙ্গ হবে বিধায় এটুকুই থাক)’

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ