ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ফার্মেসিকে ১ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
নারায়ণগঞ্জে ফার্মেসিকে ১ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ: জেলায় প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং ফ্রিজিং ওষুধগুলো বাইরে পাওয়ায় একটি ফার্মেসিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২৩ মার্চ) দুপুরে এ অভিযানের তথ্য জানানো হয়।

এর আগে মদনপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় মেসার্স সুমাইয়া ড্রাগ হাউসকে এ জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। তিনি জানান, অভিযান পরিচালনার সময় মেসার্স সুমাইয়া ড্রাগ হাউসে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এছাড়া ফ্রিজিং ওষুধগুলো নন ফ্রিজিং অবস্থায় পাওয়া যাওয়ার অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।