ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে জমি অধিগ্রহণের টাকার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
পলাশবাড়ীতে জমি অধিগ্রহণের টাকার দাবিতে মানববন্ধন

গাইবান্ধা: ঢাকা-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীত করণের লক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের প্রাণকেন্দ্র নুনিয়াগাড়ি মৌজার অধিগ্রহণকৃত জমি-স্থাপনার টাকা দীর্ঘদিনেও না পেয়ে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্তরা।

রোববার (৩১ মার্চ) দুপুরে চারমাথা মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

মানববন্ধনে সুরুজ হক লিটনের সঞ্চালনায় বক্তব্য দেন- জমি মালিক জালাল উদ্দীন, মশিউর রহমান, ফরহাদ মণ্ডল, মোস্তাফিজুর রহমান ইভেন, সুমন সরকার, আজিজার রহমান প্রমুখ।  

এ সময় বক্তারা বলেন, যথারীতি নিয়মমাফিক আমাদের জমি অধিগ্রহণ করা হয়েছে। আমরাও জাতীয় স্বার্থকে সম্মান জানিয়ে নিজ খরচে আমাদের স্থাপনা সরিয়ে নিয়েছি। কিন্তু দীর্ঘদিন ধরে জেলা প্রশাসক কার্যালয়ের সংশ্লিষ্ট শাখায় টাকার জন্য ঘুরে কোনো ফল মিলছে না। আমাদের দেই-দিচ্ছি বলে নানাভাবে হয়রানি করা হচ্ছে। জমি অধিগ্রহণ শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা আমাদের কাছে ৫% হারে উৎকোচ দাবি করছেন।

তারা আরও বলেন, অনেক জমি মালিকের সবটুকু জমিসহ স্থাপনা অধিগ্রহণ করা হয়েছে। আজ তাদের মাথা গোঁজার ঠাঁই নেই। তারা মানবেতর জীবন যাপন করছেন। এমনকি অদৃশ্য কারণে এলাকায় কর্মহীন হয়ে পড়া সাধারণ ব্যবসায়ীদের ক্ষতিপূরণের টাকাও আটকে রাখা হয়েছে।

এমতাবস্থায় আসন্ন ইদুল ফিতরের আগে অধিগ্রহণকৃত জমি মালিকসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের টাকা প্রাপ্তির লক্ষ্যে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।

অন্যথায় সরকার নির্ধারিত টাকা আদায়ের লক্ষ্যে বৃহত্তর আন্দোলনসহ মহাসড়কে চলমান কাজ বন্ধের হুমকি দেন তারা।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।