ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুরান ঢাকায় বাসায় ঝুলছিল স্কুলছাত্রীর মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৪
পুরান ঢাকায় বাসায় ঝুলছিল স্কুলছাত্রীর মরদেহ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বংশাল আগামাসিলেন এলাকায় মসজিদের পাশে একটি বাসায় মিলল এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ।

মৃতের নাম সুমাইয়া আক্তার পাপড়ি (১৬)।

স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল সে। আগামাসিলেনে পরিবারের সঙ্গে থাকত ওই কিশোরী।  

তার বাবার নাম সৈকত ইসলাম শ্যামল। ওই কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের।  

শনিবার (৬ এপ্রিল) পাপড়িকে অচেতন অবস্থায় তার পরিবারের লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে  রাত সোয়া ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুমাইয়া আক্তার পাপড়ির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে হাসপাতালে তার পরিবারের সদস্যরা দাবি করেছে। কি কারণে সে আত্মহত্যা করেছে এইসব বিষয় পরিবার থেকে এখনো কিছুই জানানো হয়নি। বিষয়টি বংশাল থানাকে অবগত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৪
এজেডএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।