ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মধ্যে ঈদ উপহার বিতরণ করলেন এসপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৪
গোপালগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মধ্যে ঈদ উপহার বিতরণ করলেন এসপি

গোপালগঞ্জ: গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) আল বেলী আফিফা তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছেন।

রোববার (৭ এপ্রিল) দুপুরে স্থানীয় পুলিশ লাইনস গ্রিন হাউজে ৩০ জন তৃতীয় লিঙ্গের মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন তিনি।

 

ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল শাড়ি, পোলাওয়ের চাল, চাল, আলু, খেজুর, লবণ, চিনি, সেমাই, দুধ ও তেল।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল আলম, সহকারী পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান, পুলিশ পরিদর্শক নয়ন চন্দ্র দেবনাথ, মো. মতিয়ার রহমানসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

তৃতীয় লিঙ্গের রিফাত বলেন, আমাদের সবাই তুচ্ছ-তাচ্ছিল্য করে। আমরা পরিবার থেকেও বিতাড়িত। গোপালগঞ্জের পুলিশ সুপার খুব ভালো মনের মানুষ। তিনি সব সময় তৃতীয় লিঙ্গের মানুষকে  সাহায্য সহযোগিতা করেন। আমরা এসপি স্যারের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করি।

তৃতীয় লিঙ্গের ময়ুরী বলেন, আগে কোনো স্যার এভাবে আমাদের কথা ভাবেননি। এ স্যার আমাদের শীতের সময় কম্বল দিয়েছেন। আজ আবার ঈদ উপহার দিয়েছেন। সত্যিই আমরা অনেক আনন্দিত। কারণ এভাবে কেউ কখনো আমাদের মূল্যায়ন করেন না। ঢাকার কমিশনার হাবিবুর রহমান স্যারও আমাদের নিয়ে ভাবেন। আমরা তাদের জন্য দোয়া করি, যাতে আল্লাহ তাদের মঙ্গল করেন।  

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।