ঢাকা: রাজধানীর কমলাপুরে দেবরের ছুরিকাঘাতে ভাবীর মৃত্যু হয়েছে। নিহতের নাম আয়শা খানম মনি (৪৫)।
রোববার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় আয়শা খানম মনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট দেবর মো. আবু জাফর জানান, দক্ষিণ কমলাপুর কবরস্থান গলির ১৭১/৩ নম্বর তাদের নিজেরদের বাড়ি। তারা ৩ ভাই। তিনি ও তার ছোট ভাই পরিবার নিয়ে ওই বাড়িতে থাকেন। আর তার বড় ভাই, ভাবী আয়শা খানম মনি ও তাদের দুই সন্তান থাকেন পাশের একটি বাড়িতে। সকালে সেই বাড়ি থেকে শাশুড়িকে দেখতে আসছিলেন আয়শা। এ সময় বাড়ির সামনেই মেজ দেবর মাসুদ হাওলাদার (৪৭) তাকে হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে মাসুদ দৌড়ে পালিয়ে যায়।
নিহতের স্বজনরা দাবি করেন, মাসুদ মানসিক ভারসাম্যহীন। এরআগেও এলাকায় কয়েকজনকে মারধর করেছেন। তবে ভাবী আয়শা খানমের সঙ্গে তার কোনো দ্বন্দ্ব ছিল না। তবে মাসুদের স্ত্রীর সঙ্গে কারো কোনো কথা কাটাকাটি বা ঝগড়া হলে তাকেই টার্গেট করত মাসুদ। এর বাইরে কোনো কারণ রয়েছে কি না সেটি জানাতে পারেনি কেউ।
জানা যায়, নিহতের স্বামী নাসির উদ্দিন মামুন একটি ব্যাংকে পিয়ন পদে চাকরি করেন। তার মেয়ে মিথিলা (২২) সিদ্ধেশ্বরী গার্লস কলেজে অনার্স ৩য় বর্ষে আর ছেলে মাহদি হাসান মাফি (১৯) বিএএফ শাহিন কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মতিঝিল থানায় অবগত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
এজেডএস/জেএইচ