ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন মেয়র খালেক-লিটন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৪
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন মেয়র খালেক-লিটন

রাজশাহী: প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তাদের দুজনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন জারি হয়েছে মঙ্গলবার (৯ এপ্রিল)।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে যে, স্ব স্ব পদে অধিষ্ঠিত থাকাকালীন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন প্রতিমন্ত্রীর পদমর্যাদাপ্রাপ্ত হবেন।

আর তাদের সম্মানিভাতা ও অন্যান্য সুবিধা স্থানীয় সরকার আইন (সিটি করপোরশন), ২০০৯ অনুযায়ী নির্ধারিত হবে।

প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়ায় রাজশাহীবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৪
এসএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।