ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দোকানঘর নিয়ে খাদে পড়ল বেপরোয়া বাস, এক যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
দোকানঘর নিয়ে খাদে পড়ল বেপরোয়া বাস, এক যাত্রী নিহত

বাগেরহাট: বাগেরহাটের কচুয়ায় একটি দোকানঘর নিয়ে খাদে পড়ে গেছে একটি বেপরোয়া বাস। এ ঘটনায় নিহত হয়েছেন এক যাত্রী।

 

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে কচুয়া উপজেলার মাঠ বাড়িপাড়ায় এখলাসের দোকান নিয়ে খাদে পড়ে যায় ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের যাত্রীবাহী একটি বাস। এ সময় গাড়িতে থাকা রাকিব নামে এক যাত্রী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি।  

নিহত রাকিব মোড়লগঞ্জ উপজেলার পুঠিখালী গ্রামের হারুন মল্লিকের ছেলে।  

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এখলাস বলেন, ধারদেনা  করে  সাতদিন আগে ১ লাখ ২০ হাজার টাকা খরচ করে এই দোকানটি দিয়েছি। কিন্তু এই বেপরোয়া গতির বাসটি আমার দোকান ভেঙে তছনছ করে দিয়েছে।  বাস মালিক কর্তৃপক্ষ যদি আমাকে ক্ষতিপূরণ না দেয় তাহলে আমার  মাথা গোজার জায়গা থাকবে না, আমি নিঃস্ব হয়ে গেলাম।  

কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ বলেন, বেপরোয়া গতির কারণে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে। রেকার দিয়ে বাসটি উদ্ধার কাজ চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।