ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়ায় পিকআপভ্যানের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, মে ৯, ২০২৪
আগৈলঝাড়ায় পিকআপভ্যানের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পিকআপভ্যানের ধাক্কায় ব্রায়েন বড়ুয়া (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (০৯ মে) বিকেলে আগৈলঝাড়া-পয়সারহাট মহাসড়কের ছবিখারপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ব্রায়েন বড়ুয়া আগৈলঝাড়া উপজেলার পাকুরিতা গ্রামের বিপ্লব বড়ুয়ার ছেলে। সে চট্টগ্রামের একটি বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের ছাত্র ছিল।  

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রায়েন বড়ুয়া উপজেলা সদর থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে কোমলপানীয় সেভেনআপবোঝাই একটি পিকআপভ্যান ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি ছিটকে রাস্তার পাশে পড়লে ঘটনাস্থলেই ব্রায়েনের মৃত্যু হয়।  

আগৈলঝাড়া থানার উপ পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, পয়সারহাট থেকে ছেড়ে আসা কোমলপানীয় সেভেনআপবোঝাই একটি পিকআপভ্যান ছবিখারপাড় এলাকা অতিক্রম করার সময় ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ব্রায়েনের মৃত্যু হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, মে ০৯, ২০২৪
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।