ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ

অর্থায়ন জটিলতায় আটকে আছে উত্তরবঙ্গ রেলের ‘লাইফলাইন’ প্রকল্প

নিশাত বিজয়, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, মে ১৩, ২০২৪
অর্থায়ন জটিলতায় আটকে আছে উত্তরবঙ্গ রেলের ‘লাইফলাইন’ প্রকল্প ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ রেলওয়ে উত্তরবঙ্গের সঙ্গে খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুর নিয়ে গঠিত রেলওয়ে পশ্চিমাঞ্চল। সারা দেশের সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগের একমাত্র পথ ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে ঈশ্বরদী জংশন।

তারপর ছড়িয়ে গেছে বিভিন্ন জেলায়।

বগুড়া ও সিরাজগঞ্জের দূরত্ব মাত্র ৭২ কিলোমিটার হলেও ঈশ্বরদী জংশন ঘুরে যাওয়ার জন্যে অতিরিক্ত ১১২ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। আর অতিরিক্ত সময় লেগে যায় প্রায় চার ঘণ্টা।

এ জন্য একদিকে রেলওয়ে আর্থিক ক্ষতি ও শিডিউল জটিলতায় পড়ছে আর অন্যদিকে যাত্রীদেরও অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় করে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।

এ সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালে বগুড়ায় এক জনসভায় সিরাজগঞ্জের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের ঘোষণা দেন। এরপর ২০১৭ সালে ভারতের তৃতীয় লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় বগুড়া-সিরাজগঞ্জ ডুয়েলগেজ রেলপথ প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়। প্রথমে ২০১৮ সালের ১ আগস্ট থেকে প্রকল্পের কাজ শুরু হয়ে ২০২৩ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়।

তবে অর্থায়ন জটিলতায় অগ্রগতি না হওয়ায় এক বছর বাড়িয়ে চলতি বছরের জুন পর্যন্ত সেই সময়কাল বাড়ানো হয়। পরে সময় আরও বাড়িয়ে ২০২৬ সাল পর্যন্ত করা হয়েছে সেটি।

এদিকে এ প্রকল্পের জমি অধিগ্রহণের কাজের গতিও মন্থর। প্রকল্পের জন্য মোট ৯৬০ একর জমি অধিগ্রহণ করতে ১ হাজার ৯২১ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, আমরা ৪ ধারায় নোটিশ দিচ্ছি। ৪ ধারার নোটিশ শেষ হলে ভূমি মালিকদের আপত্তি থাকলে তা ১৫ কার্যদিবসের মধ্যে আপত্তি দেবেন। পরে তা শুনানি শেষে নিষ্পত্তি হবে। দ্রুত অধিগ্রহণ প্রক্রিয়া শেষ করতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান সিরাজগঞ্জের জেলা প্রশাসক।

আর বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফসানা ইয়াসমিন বলেন, বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের জন্য বগুড়া অংশে ৪৭৯ দশমিক ১৫ একর ভূমি অধিগ্রহণের জন্য গত ফেব্রুয়ারিতে ভূমি মালিকদের ৪ ধারায় নোটিশ দেওয়া হয়। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ভূমিমালিকদের আপত্তি গ্রহণ করা হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে যৌথ তদন্ত শুরু হয়েছে। বগুড়া অংশের ৫৬ মৌজার মধ্যে ১৪টিতে যৌথ তদন্ত শেষ হয়েছে।

অন্যদিকে প্রকল্প ছয় বছর ধরে চললেও জমি অধিগ্রহণ, ঠিকাদার নিয়োগ কিছুই হয়নি। ভারতীয় ঋণ না আসায় প্রকল্প থমকে আছে।

প্রকল্প সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত প্রকল্পের নকশা ও পরামর্শক কাজ সম্পন্ন হয়েছে। এ কাজে পৌনে ছয় বছরে প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ব্যয় হয়েছে প্রায় ২৮ কোটি টাকা।

এদিকে এ প্রকল্পে ৫ হাজার ৫৭৯ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে প্রকল্পের ৩ হাজার ১৪৬ কোটি টাকাই ঋণ হিসেবে দেবে ভারত। বাকি ২ হাজার ৪৩৩ কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, যথা সময়ে প্রকল্প শুরু করতে না পারায় প্রকল্প ব্যয় ৩ হাজার কোটি টাকা বেড়ে সাড়ে ৮ হাজার কোটি টাকা হয়ে যাবে।

সূত্র বলছে, এলওসির আওতাভুক্ত হওয়ায় প্রাথমিক ঠিকাদার নির্বাচন করবে ভারতের ঋণদাতা এক্সিম ব্যাংক। ওই ব্যাংক ঠিকাদারদের সংক্ষিপ্ত তালিকা দিলে দরপত্র আহ্বান করবে বাংলাদেশ রেলওয়ে। এ জন্য গত বছর অক্টোবরে ঠিকাদারদের সংক্ষিপ্ত তালিকার জন্য ভারতকে চিঠি দেওয়া হলেও এখনও জবাব আসেনি। ফলে প্রকল্পটি কবে শেষ হবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এ বিষয়ে বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মনিরুল ইসলাম ফিরোজী বাংলানিউজকে বলেন, ভূমি অধিগ্রহণ কাজ চলমান আছে। বাকি কাজ অর্থায়নের ওপর নির্ভর করছে। অর্থায়ন পেলে কাজ শুরু হবে। ভারতের এক্সিম ব্যাংককে মেইল করা হয়েছে অর্থায়নের বিষয়ে।

এদিকে আশার কথা শুনিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. ইয়াসীন। তিনি বলেন, নকশা জটিলতার কারণে অনেক সময় লেগেছে। ভূমি অধিগ্রহণের কাজ চলছে, ২০২৬ সালের মধ্যে প্রকল্প শেষ হবে।

প্রসঙ্গত, এ প্রকল্পে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশন থেকে বগুড়ার শাজাহানপুর উপজেলার রানীরহাট পর্যন্ত ৮৫ কিলোমিটার রেলপথ নির্মাণ হবে। এর মধ্যে বগুড়া স্টেশন থেকে শহীদ এম মনসুর আলী স্টেশনের দৈর্ঘ্য হবে প্রায় ৭৫ কিলোমিটার। রানীরহাট স্টেশন থেকে কাহালু স্টেশনের দূরত্ব ১১ দশমিক ৫ কিলোমিটার। রেলওয়ে বলছে, রেললাইন ছাড়াও ১৬ কিলোমিটার লুপ লাইন এবং বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন আটটি রেলস্টেশন নির্মাণ করা হবে। সেগুলো হলো সদানন্দপুর, কৃষাণদিয়া, রায়গঞ্জ, চান্দাইকোনা, শেরপুর, আড়িয়াবাজার, রানীরহাট ও কাহালু। এর মধ্যে রানীরহাট ও কাহালুতে জংশন হবে। এই রেলপথ হলে বছরে কয়েক কোটি টাকার জ্বালানি সাশ্রয় হবে।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, মে ১৩, ২০২৪
এনবি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।