ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, মে ১৪, ২০২৪
কালীগঞ্জে  ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু 

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৬০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে চাঁচড়া রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন ওই ব্যক্তি। এ সময় ট্রেন এলে তিনি লাইন থেকে সরে না যাওয়ায় ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, মে ২৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।