ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাঁঠালিয়ায় সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জুন ১৩, ২০২৪
কাঁঠালিয়ায় সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু প্রতীকী ছবি

ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়ায় সাপড়ের ছোবলে হ্যাপি আক্তার (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১১টার দিকে উপজেলার হেতাল বুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় তিনি জানান, সকালে ঘরের কাজ করছিলেন গৃহবধূ হ্যাপি আক্তার। এ সময় একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে আমুয়া হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

হ্যাপি আক্তার ওই গ্রামের সাবেক ইউপি সদস্য হারুন-অর-রসিদের ছেলে অলিউল ইসলামের (পুলিশ সদস্য) স্ত্রী ও দুই সন্তানের জননী।  

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুন ১৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।