ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে পাহাড় ধসে দুইজনের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
কক্সবাজারে পাহাড় ধসে দুইজনের মৃত্যু 

কক্সবাজার: টানা ভারী বর্ষণের কারণে কক্সবাজার শহরে পাহাড় ধসের ঘটনায় এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলো জমিলা বেগম (৩০) ও মো. হাসান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে কয়েক ঘণ্টা টানা বৃষ্টিতে ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব পল্লান কাটা এলাকায়  স্থানীয় মোহাম্মদ করিমের বসত ঘরে পাহাড় ধসে পড়লে তার স্ত্রী জমিলা বেগম (৩০) মারা যান। এছাড়াও পৃথক ঘটনায় শহরের ৭ নম্বর ওয়ার্ডের সিকদার বাজার এলাকায় মাটির দেয়াল চাপা পড়ে মো. হাসান (১০) নামে এক শিশু মারা যায়।  

নিহত জমিলার স্বামী করিম জানান, সকাল ৬টার দিকে ঘুম থেকে উঠেই নাস্তা খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় হঠাৎ পাহাড়ের মাটি বসত ঘরে চাপা পড়ে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশু হাসানের পরিবার জানায়, পাহাড় ধসে ঘরের মাটির দেয়ালে পড়লে আসবাবপত্রসহ মাটি পড়ে ঘটনাস্থল হাসান নিহত হয়।  

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।