ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কোটা রাখার দাবি পাথরঘাটায় বীর মুক্তিযোদ্ধাদের

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
কোটা রাখার দাবি পাথরঘাটায় বীর মুক্তিযোদ্ধাদের

পাথরঘাটা (বরগুনা): চলমান কোটাবিরোধী আন্দোলনের বিরুদ্ধে এবং বীর মুক্তিযোদ্ধাদের নির্ধারিত কোটা রাখার দাবিতে মানববন্ধন করেছেন বরগুনার পাথরঘাটা উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।  

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ার চত্বরে প্রায় শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সাইদুল কবির ফারুক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহিদুল আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, ইউপি সদস্য শাকিল আহমেদ শিবু প্রমুখ।

বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন না করলে আজ স্বাধীন হতো না, আজ যারা মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতা করে আন্দোলন করছেন তারা দেশের শত্রু। আন্দোলনকারীদের প্রতি অনুরোধ আপনারাও আমাদের দেশের সন্তান, তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেছেন আদালতের নির্দেশনার ওপর সম্মান জানিয়ে আন্দোলন বন্ধ করুন। আমরা সহিংসতা চাই না, অহিংস দেশ চাই।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।