ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মিরপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, আগস্ট ২, ২০২৪
মিরপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা: রাজধানীর মিরপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ চলছে। পূর্বঘোষিত ‘ছাত্র-জনতার গণমিছিল’ নামে কর্মসূচিতে অংশ নিয়ে মিরপুর -১০ নম্বর গোলচত্বরে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।

শুক্রবার (২ আগস্ট) বেলা সাড়ে ৪টার দিকে মিরপুর-১০ নম্বরে বিক্ষোভ শুরু হতে দেখা যায়।  

সরেজমিনে দেখা যায়, মিরপুর-১০ নম্বর গোল চত্বরে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।  

এসময় যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। তবে জনমনে কিছুটা ভীতি এবং আতঙ্ক লক্ষ্য করা যায়। আশেপাশের কিছু দোকানপাট বন্ধ থাকতেও দেখা যায়।

এদিকে বিকেল ৪টার দিকে মিরপুর ইসিবি চত্বরে ছাত্রদের জমায়েত হলে স্লোগান দিতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ২, ২০২৪
আরকেআর/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।