ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এক দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
এক দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একদফা দাবিতে বিক্ষোভ ও গণমিছিল কর্মসূচি পালন করছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

রোববার (৪ আগস্ট) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের সামনে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিবগঞ্জ উপজেলার সমন্বায়করা উপস্থিত ছিলেন।  

পরে মিছিল নিয়ে আন্দোলনকারীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন। এ সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়ে রাজপথ। এতে বিএনপির নেতারা এ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।  

এদিকে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে থাকার ঘোষণা দিলেও তাদের মাঠে দেখা যায়নি। তবে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ এমপি বিকেলে জেলা আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে তাদের অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।