ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে একদফা দাবিতে কওমি মাদরাসার শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
ময়মনসিংহে একদফা দাবিতে কওমি মাদরাসার শিক্ষার্থীদের বিক্ষোভ

ময়মনসিংহ: ময়মনসিংহে অসহযোগ আন্দোলনের একদফা দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কওমি মাদরাসার শিক্ষার্থীরা। এ সময় তারা সরকারের পদত‍্যাগ দাবি করে স্লোগান দেয়।

 

রোববার (৪ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে নগরীর চরপাড়া মোড় সড়কে অবস্থান নিয়ে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন মাদরাসাশিক্ষার্থী  আবু সাঈদ, রাশেদুল ইসলাম অন্যান্যরা।  

এ সময় শিক্ষার্থীরা বলেন, ন্যায্য দাবির আন্দোলনে আমাদের ছাত্র ভাইদের বুকে গুলি চালিয়েছে স্বৈরাচারী সরকার। তাদের ক্ষমতায় আর কোনো অধিকার নেই। আমার টাকায় কেনা বুলেট, আমার ভাইয়ের বুকে বিদ্ধ হবে। এটা মেনে নেওয়া হবে না।  

বিক্ষোভ সমাবেশে নগরীর জামিয়া ইসলামিয়াসহ বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।  

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪  
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।