ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

২০ ঘণ্টা পর মিলল সাগরে গোসলে নেমে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৪
২০ ঘণ্টা পর মিলল সাগরে গোসলে নেমে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ

কক্সবাজার: কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ ২০ ঘণ্টা পর উদ্ধার হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) সকাল ৬টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আতহার নূর কাইফ (১৮) উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং এলাকার বশির উদ্দিন মাহমুদের ছেলে। তিনি কক্সবাজার ডিসি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিখোঁজের পর থেকে তার  সন্ধানে স্বজনদের পাশাপাশি লাইফগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মীদের তৎপরতা অব্যাহত ছিল। শনিবার সকাল ৬টায় সৈকতের কলাতলী পয়েন্টে জোয়ারের সময় একটি মরদেহ ভেসে আসে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি শনাক্ত করেন। পরে এটি  স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার সকালে আতহার নূর কাইফ তার এক খালাতো ভাই ও খালাতো ভাইয়ের এক বন্ধুসহ কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট সাগরে গোসলে করতে নামে। এক পর্যায়ে সাগরের ঢেউয়ের তোড়ে আতহার নূর কাইফ ভেসে যায়।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৪
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।