ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

খাগড়াছড়ি: ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে পেশাজীবী সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।



মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সিনিয়র সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য, অ্যাডভোকেট জসীমউদ্দীন, নিউজটোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মো. জহুরুল আলম, নুরুচ্ছাফা মানিক, খাগড়াছড়ি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রবিউল ইসলামসহ অনেকে।

বক্তারা স্যাটেলাইট টিভি চ্যানেল নিউজটোয়েন্টি ফোর, বাংলাদেশ প্রতিদিন ও কালের কন্ঠসহ মোট সাতটি গণমাধ্যমের ওপর একযোগ হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে এসব দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা বিধান করার জন্য বর্তমান সরকারের কাছে আহ্বান জানান।

মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরাসহ বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।