ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে কোটালীপাড়ায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে কোটালীপাড়ায় মানববন্ধন

গোপালগঞ্জ: ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মানববন্ধন করেছেন সাংবাদিকরা।  

বৃহস্পতিবার (২২ আগস্ট) কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সাংবাদিকদের আয়োজনে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এ মানববন্ধন হয়।

 

এসময় দৈনিক কালের কণ্ঠের কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলু, সাংবাদিক এইচ এম মেহেদী হাসানাত, রতন সেন কংকন, গৌরাঙ্গ লাল দাস, মনিরুজ্জামান শেখ জুয়েল, জাহিদুল ইসলাম, সমীর রায়, আরিফ হোসেন, রনী আহম্মেদ বক্তব্য দেন।  

বক্তারা হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।