ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৪
রূপগঞ্জে গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপসীতে অবস্থিত গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

রোববার (২৫ আগস্ট) রাত ১০টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, রূপসীতে অবস্থিত গাজী টায়ার ফ্যাক্টরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে ডেমর, কাঁচপুর, আদমজী ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশনের ১১টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

আগুন লাগার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ‘গাজী টায়ার ফ্যাক্টরিতে যেটা হয়েছে, সেটা সহিংসতার আগুন। ’

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৪
এমআরপি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।