ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভৈরবে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৪
ভৈরবে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ট্রেনে কাটা পড়ে অনিম হাসান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

রোববার (০১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

 

নিহত অনিম হাসান পার্শ্ববর্তী নরসিংদী জেলার শিবপুর উপজেলার দত্তেরগাঁও মধ্যপাড়া এলাকার আশিকুর রহমানের ছেলে।  

ভৈরব রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৫টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকা পাড় হচ্ছিলেন সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেন। এসময় ওই চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে অনিম নামে এক যুবক ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।  

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম সিকদার জানান, ট্রেনে কাটা পড়া একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।