ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে চাপা পড়ে যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৮, অক্টোবর ১৬, ২০২৪
যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে চাপা পড়ে যুবক নিহত

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ী গোমতী পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বিকেল সোয়া ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা পরিবহন শ্রমিক মো. বাবু জানান, তিনি গোমতী পেট্রল পাম্পের কর্মচারী। তবে তার নাম-পরিচয় তিনি জানেন না। পাম্পে কয়েকটি বাস ঢুকার জন্য সিরিয়ালে ছিল। এ সময় ওই যুবক দুই বাসের মাঝখানে চাপা পড়ে গুরুত্ব আহত হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, পেট্রল পাম্প এলাকায় ইলিশ পরিবহন ও বিএমএফ পরিবহনের মাঝখানে চাপা পড়েন তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বাংলানিউজকে জানান, নিহত যুবকের মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।