ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত 

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত মোটরসাইকেলচালক মাওলানা বেলাল হোসাইন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

 

বেলাল উপজেলার কান্ডপাশা গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলার নলচিড়া ইউনিয়ন শাখার অর্থসম্পাদক ছিলেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নলচিড়া-পিঙ্গলাকাঠী সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত হন বেলাল। একইদিন সন্ধ্যায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।