ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

জাতীয়

যশোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৬, নভেম্বর ২, ২০২৪
যশোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহত

যশোর: যশোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আসাদুল ইসলাম আসাদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।  

শুক্রবার (০১ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে শহরের ধর্মতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আসাদুল ইসলাম খড়কি দক্ষিণপাড়ার জহুরুল ইসলামের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে বাসায় ফেরার পথে ধর্মতলা এলাকায় আসাদুলকে ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে রাখে দুর্বৃত্তরা। শনিবার (০২ নভেম্বর) সকালে পথচারীরা তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।  

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। কি কারণে কারা তাকে ছুরিকাঘাত করেছে, সেটা অস্পষ্ট। পুলিশ অভিযান চালাচ্ছে। আশা করছি- দ্রুতই হত্যাকারীরা আটক হবে বলে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
ইউজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ