ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুলাদীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
মুলাদীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত ছবি: প্রতীকী

বরিশাল: বরিশালের মুলাদীতে সড়ক দুর্ঘটনা দুই বন্ধু নিহত হয়েছেন। গুরুতর আহত মোটরসাইকেলের আরেক আরোহীকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে তিনি জানান, শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটলেও পরিবার বা হাসপাতাল থেকে পুলিশকে বিষয়টি জানানো হয়নি। তবে তারা নিজস্ব মাধ্যমে শনিবার বিষয়টি নিশ্চিত হয়েছেন।

ওসি বলেন, প্রাথমিকভাবে যেটুকু জানাতে পেরেছি তাতে তিনজন মিলে একটি মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছিলেন। মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের নোমরহাট বাজার সংলগ্ন একটি ব্রিজের কাছে পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক এবং সড়কের পাশে থাকা কবরস্থানের দেয়ালে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত বাকি দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। অপর আরেকজন আহত ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় স্বপন তার দুই বন্ধু কাওসার ও নাইমকে নিয়ে মোটরসাইকেলে নোমরহাট বাজারে যাচ্ছিল। বাজারের কাছে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে কবরস্থানের দেয়ালের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে ঘটনাস্থলেই স্বপন ভূঁইয়ার (৩০) মৃত্যু হয়। মোটরসাইকেলের বাকি দুই আরোহীসহ মো. লোকমান চৌকিদার (৬২) ও কাওসার হোসেন (২৫) গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটবর্তী পল্লি চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। তবে আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাদের ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে রাত ১১টার দিকে কাওসার হোসেনের মৃত্যু হয়।

লোকমান চৌকিদারকে শনিবার ভোরে ঢাকার জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন (পঙ্গু) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে চরকালেখান ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা স্বপন ভূঁইয়া (৩০) ও কাওসার হোসেন (২৫)। তারা উভয়েই পেশায় অটোরিকশাচালক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৪
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।